চীনে অনলাইন গেমে কারফিউ

৮ নভেম্বর, ২০১৯ ২০:৪৯  
শিশু-কিশোরদের আসক্তি রোধে অনলাইন গেমিং জগতে কারফিউ জারি করল চীন। জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৮ বছর বয়সের নিচে কমবয়সী ছেলে-মেয়েদের গেম খেলায় একটি বিধিনিষেধ প্রকাশ করেছে চীন সরকার। নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনলাইনে গেম খেলতে পারবে না কম বয়সী ছেলেমেয়েরা। এ ছাড়া দিনের বেলা ৯০ মিনিট করে এই নিষেধাজ্ঞা থাকবে। এর বাইরে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিনগুলোতেও ৩ ঘণ্টা করে গেম খেলার ওপর নিষেধাজ্ঞা থাকবে। গেম আসক্তির ফলে শিশু-কিশোরদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন চীনের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার গেম আসক্তি রোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে তারা জানান।